ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল ও হিলিতে আজ আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষেই এই পথে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে সারাদিন এ পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে এ পথে বাণিজ্যিক কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অল্প পরিসরে যাত্রী ভ্রমণের অনুমতি আছে। তারা যাতায়াত করতে পারবেন।

অপরদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ আছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, গেল শনিবার ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার আগরওয়ালা মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাণিজ্য বন্ধ রেখেছে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন। আগামীকাল বুধবার থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।

তবে আমদানি রফতানি বন্ধ থাকলেও আমদানি পণ্য খালাস, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন