ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু কোভিড-১৯ এ আক্রান্ত

গেল জুলাই মাসের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স এর এক গবেষণা প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ৩০ জুলাই সময়ের মধ্যে এই শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৩ লাখ ৩৮ হাজারে বেশি শিশু আছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই মাসের শেষ দুই সপ্তাহে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১৪ বছর পর্যন্ত শিশু বেশি রয়েছে। তবে আলাবামাতে এই বয়স ২৪ পর্যন্ত ছিল। এছাড়াও জুলাই মাসে ২৫ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন