ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতির মধ্যেই বিদ্যালয় খুলে দিলো যুক্তরাষ্ট্র

সারা বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৯৪ জন। এই পরিস্থিতির মধ্যেই দেশটির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার থেকে দেশটির বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে বলে জানা গেছে।

তবে সেক্ষেত্রে যদি কেউ করোনায় আক্রান্ত হয়, তাহলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। নিউইয়র্ক বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে।

করোনায় মিসিসিপিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার চারশ ৩৬ জন। এবং মৃতের সংখ্যা এক হাজার আটশ ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন। তারপরেও খুলে দেওয়া হয়েছে এই রাজ্যের বিদ্যালয়গুলো। এরই মধ্যে মিসিসিপির বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। এই আটজনসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন