শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৩৯, আক্রান্ত ২৯৭৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৬ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় এতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জন।  এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ২৯৬টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২০৭৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।
মারা গেছেন: ৩ হাজার ৩০৬ জন।
মোট সুস্থ: ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
মোট নমুনা পরীক্ষা: ১২ লাখ ২৫ হাজার ২৯৬টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  চলতি মাসেই পড়তে পারে শৈত্যপ্রবাহ

সংবাদটি শেয়ার করুন