ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের স্মারকলিপি প্রদান

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি টিএসসিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২০ সালের ভর্তি বিজ্ঞপ্তিতে যে কোন বয়সের শিক্ষার্থীর ভর্তির সুযোগ বাতিল করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও কার্যক্রম শুরুর দাবিতে ঝালকাঠিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রীর বরাবরে স্মারকলিপিটি বুধবার বেলা ১২টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর কাছে পেশ করা হয়েছে। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ঝালকাঠি জেলা শাখা, ডিপ্লোমা প্রকৌশলী সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ ও সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ শিক্ষা পরিষদ এই স্মারকলিপি প্রদান করেছন।

সংগঠনের সভাপতি দিলিপ কুমার হালদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ কমিটিভুক্ত সদস্যরা স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ২০২০ সালের ভর্তি বিজ্ঞপ্তি বাতিল না করলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে ও ড্রপাউট বেরে যাবে।

শিক্ষার্থীবৃদ্ধির পরিবর্তে হ্রাস পাবে, অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সরকারি পলি টেকনিক ইনিস্টিটিউটে আসন সংখ্যা ২/৩ গুন বৃদ্ধি পাবে, রাষ্ট্রিয় কোষাগার থেকে অতিরিক্ত ৭-৮ লক্ষ টাকা ব্যায় বৃদ্ধি পাবেসহ ৮ দফা দাবি করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/বাধন

সংবাদটি শেয়ার করুন