ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ. সুনামগঞ্জে সমাজকর্মী সিরাজ মিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিন দফা সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হওয়া দ. সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে ৬’শ মানুষের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাগেরকোনা গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজকর্মী মো: সিরাজ মিয়ার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো: আব্দুর রাজ্জাক, আব্দুন নুর, গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ, সমাজকর্মী জুয়েল রানা আজমাইন, মুনসুর মিয়া, মো: আমিন আহমেদ ও রাজাই মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেও বন্যা কবলিত ৬’শ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজকর্মী মো: সিরাজ মিয়া।

আনন্দাবাজার/শাহী/ নাহিদ

সংবাদটি শেয়ার করুন