ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতার থেকে দেশে ফিরেছেন ৪১৬ বাংলাদেশি

কাতার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফিরেছেন আটকে পড়া ৪১৬ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেচেন তারা। এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তাহের খন্দকার বলেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে কাতারে আটকা পড়েছিলেন ৪১৬ বাংলাদেশি। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফলে দেশে ফিরতে পারছিলেন না তারা। অবশেষে উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন