ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে একদিনে রেকর্ড, করোনা আক্রান্ত ৭০ হাজার

মহামারী করোনাভাইরাসে ব্রাজিলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশটিতে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই গড়েছে নতুন রেকর্ড।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ব্রাজিলে নতুন করে ৬৯ হাজার ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত যা তাদের একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এছাড়া এইদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৯৫ জন। যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখেরও বেশি। এবং মৃতের সংখ্যা ৯০ হাজার ১৩৪ জন।

করোনা সংক্রমণের এই পরিস্থিতির মধ্যেই ব্রাজিলের অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালুর উদ্যোগ নিয়েছেন দেশটির সরকার। এছাড়া দেশটির জনগণও অনেক ক্ষেত্রে মানে না সামাজিক দূরত্ব। এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন, বার, রেস্টুরেন্ট ও সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন