বয়স বাড়ার সাথে সাথে উপার্জনে ব্যর্থ হয়ে পড়ে প্রবীণরা। বলতে গেলে একটা সময় সমাজ পরিবার এবং আপনজনদের কাছে অবহেলা-অবজ্ঞা এবং অনেক করুণার পাত্র তারা। সে অপ্রয়োজনীয় এক বোঝা, কখনো কখনো আপনজনরা একান্তভাবে পরিবারের প্রবীণ সদস্যটির মৃত্যুও কামনা করে।
করোনাকালীন এই দূর্যোগে ক্ষুধায় কষ্টে থাকা অসহায় সেসব প্রবীণদের পাশে দাঁড়িয়েছে জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানার নিজগ্রামে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মিল্লাত হোসেন, জিন্নাত আলী, আব্দুল্লাহ্ আল্ ফাত্তাহ, নান্টু, মিজবা, রাকিব, শামীম, মাসুম, জিহাদ প্রমুখ।
এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে জাহেদুর রহমান তালুকদার বিপ্লব জানান, করোনায় গৃহবন্দী প্রবীণ মানুষের ক্ষুধার কষ্টের কথা চিন্তা করে করোনা মহামারির শুরু থেকেই এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় নিজগ্রাম এলাকাতেও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। সকলের সহযোগিতা থাকলে আরো বেশি অসহায় মানুষের কাছে এ সেবা পৌঁছাতে পারবো।
আনন্দবাজার/শাহী/বাশার