ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় সাপের ছোবলে মা-মেয়ের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী পাখি নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও মেয়ে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মত নিজ শয়ন কক্ষে শুয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। রাতেই স্থানীয়রা ওঝা দ্বারা তাদের ঝাড়ফুক দিলেও কোন কাজ না হওয়ায় পরদিন বুধবার সকালে তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এন এ

সংবাদটি শেয়ার করুন