ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা তথ্য প্রচারে এমটি শিনা-৫ জাহাজকে ৫০০ ডলার জরিমানা

সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলে অবস্থানরত অবস্থায় চুরি হওয়ার মিথ্যা তথ্য প্রচার করায় এমটি শিনা-৫ নামক একটি গ্যাস বহনকারী বাণিজ্যিক জাহাজকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২৪ জুলাই মোংলা বন্দরে প্রবেশের জন্য বন্দর চ্যানেলের হিরণ পয়েন্টে অবস্থান করছিলো এমটি শিনা-৫ নামক গ্যাস বহনকারী বাণিজ্যিক এ জাহাজটি। মাঝ রাতে একটি সংঘবদ্ধ চক্র জাহাজের স্টোররুম ভেঙ্গে চারটি মুরিং রোপ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ জানান জাহাজটির ক্যাপ্টেন। তাৎক্ষণিকভাবে ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স সি এশিয়া ক্যাপ্টেনের বরাত দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে চুরির বিষয়টি অবহিত করেন।

এদিকে, জাহাজে কথিত চুরি হওয়ার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্টের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এবং এ নিয়ে এমটি শিনা-৫ জাহাজের ক্যাপ্টেন ও বাংলাদেশি লোকাল এজেন্ট মেসার্স সি এশিয়া শিপিং এজেন্সী ও জাহাজের সমন্বয়ে থাকা সকলের সাথে বিস্তর কথা বলেন। ওই সময় জাহাজের ক্যাপ্টেন ও চীফ অফিসার তাদের জাহাজের নিজস্ব নিরাপত্তা নিয়ে গাফিলতির বিষয়টি অকপটে স্বীকার করেন এবং এ জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট খুবই দুঃখ প্রকাশ করেন।

তবে জাহাজটির নাবিকদের এরকম দায়িত্বহীন কর্মকান্ডের জন্য ৫০০ মার্কিন ডলার জরিমানা করে বন্দর কর্তৃপক্ষ।

এক প্রেস বার্তায় এমন তথ্য নিশ্চিত করে মোংলা বন্দর হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানিয়েছেন, এমভি শিনা-৫ জাহাজ কর্তৃপক্ষ রোপ চুরি যাওয়ার স্বপক্ষে কোন প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় এবং জাহাজ কর্তৃক ভুল তথ্য প্রচার করায় জন্য স্থানীয় শিপিং এজেন্ট এর নিকট হতে ওই অর্থদন্ড আদায় করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/সুজন

সংবাদটি শেয়ার করুন