ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: বিশ্ব সবচেয়ে মারাত্মক সংকটের মুখোমুখি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত যত ধরনের ব্যাধি নিয়ে জরুরি অবস্থা জারি করেছে তার মধ্যে কোভিড-১৯ কেই সবচেয়ে বেশি মারাত্মক বলে ঘোষণা দিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস।

সোমবার (২৭ জুলাই) রাতে ডব্লিউএইচও প্রধান সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব সহজেই সবচেয়ে মারাত্মক সংকটের মুখোমুখি হচ্ছে। বিশ্বের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির একটি সভা আয়োজন করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে ৩০ জানুয়ারি আমি যখন জরুরি অবস্থা ঘোষণা করি, তখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল একশ’রও কম এবং কোন মৃত্যুও ছিল না।

এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে করে বিশ্বের ১ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৩৩৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন। তবে করোনা থেকে ১ কোটি ২ লাখ ১০ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন