আসন্ন ঈদ উল আযহায় সড়ক পথে যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেজন্য গাজীপুর জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার (২৭ জুুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলার সাথে সংযুক্ত হয়ে এ আহবান জানান।
ঈদের সময় গাজীপুরের চন্দ্রা, চান্দনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাড়তি যাত্রীদের চাপ থাকায় প্রায় প্রতি বছর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তির শিকার ঘরমুখো যাত্রীরা।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষ থেকে সড়ক ও সেতু মন্ত্রীর সাথে সংযুক্ত হন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/মিলন