ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের নিয়ে বই পড়া উৎসবের উদ্বোধন

বঙ্গবন্ধুকে পড়, বাংলাদেশকে জানো এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন অবসর সময়কে কার্যকর ও ফলপ্রসু ব্যবহার এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু ও স্বাধীকার আন্দোলন সম্পর্কে জ্ঞান অর্জন নিশ্চিত করতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বই পড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে ‘‍‍তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুম অ্যাপসের মাধ্যমে বই পড়া উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সাবিনা ইয়াসমিন মহোদয়।

জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনবা কাজী মাহমুদুর রহমান ডাবলু ও একাডেমিক সুপারভাইজার সাহেব আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী, ‘কারাগারের রোজনামচা ও ‘আমার দেখা নয়া চীন এই তিনটি বিখ্যাত বই উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৯০০ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ীতে পর্যায়ক্রমে পৌছে দেয়া হবে এবং পাঠ শেষে শিক্ষার্থীদের দেয়া বুক রিভিউ মূল্যায়নের মাধ্যমে সেরা রিভিউ প্রদানকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মহোদয় বলেন, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং এই উদ্যোগটি পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় বাস্তবায়ন করা হবে বলে জানান। এছাড়াও সেরা নির্বাচিত শিক্ষার্থীকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দেন।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন