রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদফতরের ২৮ জন কর্মকর্তাকে রদবদল

স্বাস্থ্য অধিদফতরের ২৮ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মহামারী করোনাকালে স্বাস্থ্য খাতের বিভিন্ন দুর্নীতি রিজেন্ট এবং জেকেজির ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে শীর্ষপর্যায় থেকে স্বাস্থ্য অধিদপ্তর সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক সংগঠনের নেতারা জানিয়েছেন, মহামারী এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে দৈন্যদশার চিত্র ফুটে উঠেছে তাতে মহাপরিচালকের বিদায় নেয়াটা অবধারিতই ছিল। তবে মহাপরিচালক পদত্যাগ করার মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য শুদ্ধি অভিযানের প্রয়োজন।

প্রসঙ্গত, নানান সমালোচনার মুখে গেল ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেয়। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয় আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  স্মারক নোট বা মুদ্রার আদ্যপান্ত

সংবাদটি শেয়ার করুন