জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ভিজেলে একটি আবাসিক ভবনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ বিমান দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসি সূত্রে জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত এক শিশুকে এখন চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, ভবনটি ছাদের বেশখানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের চিলেকোঠায় লাগা আগুন দমকলকর্মীরা ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এনেছেন।
বিমানটি মাল এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
পুলিশ প্রধান পিটার রয়টার্স বলেন, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে জরুরি বিভাগে খবর পাঠানো হয়।
অ্যাপার্টমেন্ট ভবনটির চিলেকোঠায় তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি আমরা। তারা সকলেই পূর্ণবয়স্ক ছিলেন। একটি শিশু সামান্য আঘাতের পাশাপাশি প্রচণ্ড ভয় পেয়েছে।
ওই মাইক্রোলাইট বিমানটি মাল এয়ারফিল্ড থেকে দুইজন আরোহীসহ উড্ডয়ন করার পর ভিজেলে যাত্রাবিরতি করেছিল।
আনন্দবাজার/তা.তা

