ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় ১১১ জনের মৃত্যু, ৮৯ জনেরই পানিতে ডুবে

দেশের ২১ জেলার চলমান বন্যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ। এতে করে ডায়রিয়া, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এছাড়াও সাপের কামড় ও পানিতে ডুবে যাওয়াসহ নানা কারণে মানুষের মৃত্যু হচ্ছে

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য জানায়, গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত বন্যায় দেশের ২১ জেলায় ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৯ জনেরই মৃত্যু হয় পানিতে ডুবে।

এছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন, সাপের কামড়ে ১২ জন, বজ্রপাতে ৮ জন এবং অন্যান্য কারণে একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ৮ জন এবং সাপের কামড়ে ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ৩০ জন থেকে ২৫ জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে বন্যা আক্রান্ত ২১ জেলায় ডায়রিয়া ৪ হাজার ২০৯ জন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় এক হাজার ১১১ জন, বজ্রপাতে ৩৮ জন, সাপের কামড়ে ২৬ জন, পানিতে ডুবে ৯২ জন, চর্মরোগে এক হাজার ৪৫৬ জন, চোখের প্রদাহে ২৪৪ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ২৭২ জন এবং অন্যান্য রোগে দুই হাজার ১৮ জনসহ মোট ৯ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশের ২১টি জেলা বন্যায় আক্রান্ত আছে। জেলাগুলো হচ্ছে-লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, ফেনী, ঢাকা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন