ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে আড়াই হাজার গাছের চারা বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে স্বরূপকাঠিতে বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বন বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। বিতরন কমিটির সভাপতি ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান, ভাইস চেযারম্যান রনিদত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তা বৃন্দ।

জাতীয় কর্মসুচির আওতায় এ উপজেলায় ২ হাজার ৫০০ ফলদ, ওষধি, ও বনজ চারা বিতরন করা হবে বলে এসএফএনটিসি পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান।

আনন্দবাজার/শাহী/মিজানুর

সংবাদটি শেয়ার করুন