জয়পুরহাট সদর উপজেলা শাখা মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ফলজ গাছ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের আমতলীতে সদর উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীবের নিজস্ব অর্থায়নে ৫০০ মাস্ক ও ৫০০ টি ফলজ গাছ সাধারন মানুষদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল আহমেদ, জয়পুরহাট হেল্পলাইনের এডমিন আবু রাইহান রাসেল, সংগঠনটির সদর উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহবায়ক ইসরাফিল চৌধুরী, মিলোন হোসেন, সদস্য জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
জয়পুরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীব জানান, ঘূর্নিঝর, ভূমিকম্প, অতি বৃষ্টিসহ বিভিন্ন দূর্যোগ থেকে বাঁচতে গাছ লাগানোর বিকল্প কিছু নেই। গাছ লাগানোতে মানুষকে উৎসাহিত করতে মাল্টা গাছ, জলপাই, কাঁঠাল, কদবেল, পিয়ারাসহ বিভিন্ন ফলজ গাছ সাধারন মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে গাছের সাথে সাথে ভাইরাস থেকে নিজেকে সংক্রামনের হাত থেকে বাঁচাতে একটি করে মাস্কও বিতরণ করা হয়েছে। তাদের এসব উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আনন্দবাজার/শাহী//রিয়ন