ভারতের বিতর্কিত কোম্পানি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-কে ১২০ কোটি টাকার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রকল্পের কাজ দিয়েছে বিআরটিএ। সেজন্য দরপত্রের শর্ত চারবার সংশোধন করা হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, এই কোম্পানিটি ভারতে আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ। কোম্পানির নয় পরিচালকের বিরুদ্ধে আফ্রিকার দেশ কেনিয়াতে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে। শ্রীলঙ্কাতেও ঘুষ ও অনিয়মের মাধ্যমে কাজ বাগিয়ে নেয়ার মতো অভিযোগ রয়েছে। এছাড়াও ভারতের মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের বিরুদ্ধে এমন বহু অভিযোগ রয়েছে।
মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স-এমএসপি’র কাজের পরিধি ব্যাপক হলেও তারচেয়ে বেশি রয়েছে অভিযোগ।
জানা যায়, এই কোম্পানিটি ভারতের আধার কার্ড প্রকল্পে কাজ পেয়েছিল। তবে নাগরিকদের তথ্য বিক্রি করে দেওয়ার কারণে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হয়। তেলেঙ্গানার সামাজিক সুরক্ষা সেবা মিসেভা প্রকল্প থেকেও বাদ পড়ে কোম্পানিটি। এছাড়া ভবিষ্যতে কোন টেন্ডারে অংশ নিতে পারবেনা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স।
আনন্দবাজার/টি এস পি




