কিছুতেই থামছে না করোনাভাইরাসের মৃত্যু মিছিল। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে লাশের সারি। বৈশ্বিক এই মহামারী এরইমধ্যে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ছাড়িয়ে গেছে।
গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সাত মাসে সারাবিশ্বে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এর আগে কখনোই পৃথিবীতে আর কোনো মহামারীতে এত সংখ্যক মানুষ মারা যায়নি।
আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার তথ্যমতে, বুধবার (২২ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রন্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪৬৭ জন। আর এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭১২ জন। যদিও ৯১ লাখ ১০ হাজার ৭২৪ জন সুস্থ হয়েছেন।
আক্রান্ত ও মৃতের তালিকায় এখনও শীর্ষে রযেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। এর বিপরীতে মোট ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন। তবে সংক্রমণ ছাড়িয়ে গেছে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে।
আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় শীর্ষস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। এতে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন। তবে লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ৯১ হাজার ৫৯৭ জন।
আক্রান্তের দিক থেকে তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটিতে মোট ১১ লাখ ৯৪ হাজার ৮৫ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৮ হাজার ৭৭০ জনের।
আনন্দবাজার/এম.কে