ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে নদী থেকে উদ্ধার হলো কৃষকের মরদেহ

নিখোঁজের ৫ দিন পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনার আটঘরিয়ায় ইছামতি নদী থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেক খাঁন (৪৮) সদর উপজেলার বলরামপুর হাজিরহাট এলাকার শামসুদ্দিন খাঁন’র ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি ইছামতি নদীতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই খলিলুর রহমান লাশ সনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, কে বা কারা তাকে হত্যার পর নদীতে ফেলে রেখে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিহতের ভাই খলিলুর রহমান জানান, ৫ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। তাকে না পেয়ে সদর থানায় জিডিও করা হয়েছে। আজ তার মরদেহ পাওয়া গেল। সঠিক তদন্ত ও হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানান খলিলুর রহমান।

এর আগে মঙ্গলবার দুপুরে কৃষক খালেক খাঁন নিখোঁজের রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছিল তার পরিবারের সদস্যরা।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস আর

সংবাদটি শেয়ার করুন