ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে রূপার ইটে

আগামী ৫ আগস্ট থেকে ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে। এ উপলক্ষ্যে অন্তত ৫০ জন ভিআইপির উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করা হয়েছে। সেদিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৪০ কেজি রুপার ইট ব্যবহার করে মন্দিরের ভিত্তি স্থাপন করবেন।

মূল অনুষ্ঠানের তিন দিন আগে থেকেই সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছে মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ট্রাস্টের প্রেসিডেন্ট নৃত্য গোপাল দাস জানান, ভূমি পূজার মধ্য দিয়ে রুপার ইট বসিয়ে মন্দির নির্মাণ কাজ শুরু হবে। মূল অনুষ্ঠানের তিন দিন আগে থেকেই বৈদিক রীতি-নীতি পালন শুরু হবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) জানিয়েছে, ৩ আগস্ট থেকে এসব রীতি পালন শুরু হবে।

নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রায় দুই মাস দেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। করোনা সংক্রমণ এড়াতে অতিথিদের তালিকা সীমিত করা হয়েছে। তবে দূর থেকে অনুষ্ঠানটি দেখার সুবিধার্থে অযোধ্যার বিভিন্ন স্থানে সিসিটিভি পর্দা বসানো হয়েছে বলে জানা যায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন