ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (৪০) নামে এক ঔষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় এ দূর্ঘনাটি ঘটে।

নিহত তরিকুল ইসলাম বোদা পৌর এলাকার সরদার পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি বোদা বাজারের তিথী ফার্মেসীর মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঔষুধ ব্যবসায়ী তরিকুল ইসলাম বিকেলে বোদা বাইপাস এলাকায় রাস্তার ধারে দাড়িয়ে ছিলেন। এ সময় সাকোয়া হতে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় তরিকুল গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ জাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, ট্রাক্টরের ধাক্কায় এক ঔষুধ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/শাহী/রায়হান

সংবাদটি শেয়ার করুন