অদৃশ্য করোনাভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ এর মতো সমস্ত ফুটবল লিগ। তবে সম্প্রতি মহামারী করোনাতঙ্ক কাটিয়ে নিয়মবিধি মেনে মাঠে ফিরেছেন পেশাদার ফুটবল। কিন্তু এই মৌসুমে কোনও তারকার হাতে ব্যালন ডি’অর সম্মান তুলে দেওয়া হবে না বলে জানিয়েছে আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
সোমবার (২০ জুলাই) খবরটি নিশ্চিত করে আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে করে বলা হয়েছে, চলতি বছরের অনেকখানি সময় মাঠে খেলা গড়ায়নি। তাছাড়াও বিশ্বজুড়ে এখনও করোনাভাইরাসের প্রকোপ আছে। তাই সবদিক বিবেচনা করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এবার মহিলা ফুটবলারদের পুরস্কৃত করার ব্যালন ডি’অর অনুষ্ঠানও হবে না ।
ম্যাগাজিনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই অদ্ভুত মহামারীর বছরটাকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। গত দু’মাস থেকেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছিল। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও মৌসুমটা যেভাবে শুরু হয়েছিল তা করোনার জন্য অনেকটাই বদলে গেছে। নয়া আবহে নতুন নতুন কিছু নিয়মও চালু হয়েছে।
অপ্রত্যাশিত একটা পরিস্থিতিতে তাই আমরা আলাদারকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যদিও এই বড় সিদ্ধান্তের কথা ফুটবলারদেরও আগে জানানো হয়নি। এদিন ঘোষণার পরই সকলে জানতে পারলেন বলে জানিয়েছে আয়োজক ম্যাগাজিনটি।
আনন্দবাজার/এম.কে




