ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সময় বাড়লো চামড়া ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিলের আবেদনের

খেলাপি চামড়া ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিলের জন্য আরও ৩ মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত গ্রাহক হতে হলে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা। যা কিনা আগে ছিল ৩০ জুলাই পর্যন্ত।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২ শতাংশ (ডাউন পেমেন্ট) টাকা জমা দিয়ে খেলাপি ঋণ নবায়ন করা যাবে। এ সুবিধা পেতে ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া আগের প্রজ্ঞাপনের সকল শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

৫ জুলাইয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাত্র ২ শতাংশ এককালীন জমা দিয়ে চামড়ার ঋণ নবায়ন করা যাবে। এ সুবিধা পেতে হলে ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ব্যাংকগুলো নিজেরাই এ ঋণ পুনঃতফসিল করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন