ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে রাজধানীতে তীব্র যান সংকট

দেশের অনান্য জেলার মতো রাজধানী ঢাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টির কারণে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানবাহন সংকট। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকাতে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়।

আজ সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এসময় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পযর্ন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গেল ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৮৭ মিলিমিটার।

বৃষ্টির কারণে অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। রিক্সা, সিএনজিচালিত অটোরিকশায় দ্বিগুণ ভাড়া রাখা হচ্ছে। অনেকেই পায়ে হেটেই রওয়ানা দিয়েছেন কর্মস্থলে। বৃষ্টিপাতের ফলে রাস্তায় পানি জমে যাওয়া সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আগারগাঁও থেকে ফার্মেগেটে আসতে দেখা যায় ৪টি সিএনজি, একটি লেগুনা ও ১টি বাস বিকল হয়ে পড়ে থাকতে।

আনন্দবাজর/এম.কে

সংবাদটি শেয়ার করুন