শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে ইরাকের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যু

ইরাকের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশেম আহমাদ রবিবার (১৯ জুলাই) মৃত্যুবরণ করেছেন। তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।

জানা যায়, ইরাকের দক্ষিণাঞ্চল নাসেরিয়ার কেন্দ্রীয় কারাগার আল হুতে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি বক্ষ্যব্যাধীসহ নানা রোগে আক্রান্ত হন।

উল্লেখ্য, সুলতান হাশেম আহমাদ ১৯৪৫ সালে মসুল নগরে জম্মগ্রহণ করেন। ১৯৯৫ সাল থেকে ২০০৩ সালে ইরাকে আমেরিকা আক্রমণকাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনে অব্যহত ছিলেন। প্রেসিডেন্ট সাদ্দামের প্রশাসন ভেঙ্গে পড়ার পর আমেরিকান সেনাবাহিনীর কাছে তিনি আত্মসমর্পন করেন।

প্রসঙ্গত, গত ৮০ এর দশকে কুর্দিদের ওপর আক্রমণের জন্য ২০০৭ সালে তাঁর ফাঁসির আদেশ হয়। কিন্তু অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করা হয়নি। ইরাক-ইরান যুদ্ধ ও উপসাগরীয় যুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

সূত্র: আলজাজিরা

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  সৌদির তেল স্থাপনায় হামলা করেছে ইরান: যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন