ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

জয়পুরহাটের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ সরদার (৭২) মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা সেলিম মিঞা। মামুনুর রশীদ সরদার জয়পুরহাটের কালাই উপজেলার পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাতটা নাগাদ করোনার উপসর্গ নিয়ে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মামুনুর রশীদ সরদারকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তিনি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামুনুর রশীদ সরদারের ছেলে রানা সরদার জানান, শুক্রবার সকালে হঠাৎ বাবার শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরে অক্সিজেনের মাত্রাও অস্বাভাবিক কমে যাওয়ায় চিকিৎসকেরা পরামর্শ দেন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিতে।

কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা না থাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে সেখানকার চিকিৎসকেরা শনিবার বেলা ১১টায় রোগী নিয়ে যেতে বলেন। কিন্তু তার আগেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে বাবা মারা যান।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ

সংবাদটি শেয়ার করুন