ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চড়াও কাঁচামরিচ, অপরিবর্তিত মাছ-মাংসের দাম

সরবরাহ স্বাভাবিক থাকায় সপ্তাহের ব্যবধানে দুয়েকটি ছাড়া অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দামও।

জানা যায়, এখন টমেটো ১০০-১২০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১২০ টাকা, আলু ৩৫ টাকা, কাঁকরোল ৩০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, চিচিঙ্গা ২৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, শসা ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ ২৫ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, বর্ষাকালে সাধারণত সবজির দাম বাড়ে। তবে এখন পচনশীল হওয়ায় শুধু টমেটো, আলু ও কাঁচামরিচের দাম বেড়েছে। অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

বাড়েনি মাছের দাম। লইট্যা ১২০-১৩০ টাকা, সুরমা ৩শ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, পাঙ্গাস ১৫০ টাকা, বাটা ৩শ টাকা, রুই ২৫০ টাকা, কাতাল ৩২০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া বাড়েনি মাংসের দামও। পাকিস্তানি লেয়ার মুরগি ২৫০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ টাকা, গরুর মাংস সাড়ে ৭শ টাকা ও খাসির মাংস ৮শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন