ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনিই মিস ওয়ার্ল্ড সুন্দরী!

এবার অজপাড়া গায়ের মেয়ে হিসেবে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশীকে!

সঙ্গে দেখা যাবে গ্রামের মেয়ে ঐশী গোবর কাঠি তৈরি করছেন। আর এ সবই করতে হচ্ছে ঐশী অভিনীত ‘আদম’ ছবির জন্য। ছবিতে ঐশীর চরিত্রের নাম সাজিয়া।

বর্তমানে অদম ছবির শুটিং-এ ময়মনসিংহে রয়েছেন ঐশী। সেখানেই তিনি আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে কাজ করছেন। যেখানে তার বিপরীতে কাজ করছেন ইয়াশ রোহান।

অন্যান্য চরিত্রে সেখানে আরও শুটিং করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল।

এ ধরনের একটি চরিত্রে কাজ করা প্রসঙ্গে ঐশী বলেন, প্রথমে গোবর দেখেই খুব বিরক্ত হয়েছিলাম। মেজাজ উঠেছিল চরমে! কিন্তু শেষ পর্যন্ত সিরিয়াসভাবে আমাকে কাজটা শেষ করতে হয়েছে। জানালেন, দৃশ্যটা ওকে হওয়ার পর রাগে রাগে পরিচালক এবং সেটে যারাই ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল।

আশির দশকে দেশের দক্ষিণাঞ্চলীয় জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আদম’ চলচ্চিত্র। নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, ২৭ আগস্ট থেকে সেখানে শুটিং হয়েছে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

‘আদম’ প্রযোজনা করছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ।

সংবাদটি শেয়ার করুন