ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদীর শৈশবের চায়ের দোকান পর্যটন স্পট হিসেবে ঘোষণা

ছোট সময়েই যেখানে বসে চা বিক্রি করে রোজগার করতে এখনকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্থান এখন পর্যটন স্পট। আর এই ঘোষণা দিতে যাচ্ছে গুজরাট সরকার।

গুজরাটের ভাডনগরের সেই চায়ের গুমটিটি এখনও অবিকল অবস্থায় রাখা হয়েছে। সেই দোকানের পাশে নেই আর কোন দোকান। সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের রাজ্যমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ঘুরে আসার পড়ই এই ঘোষণা দেয়া হচ্ছে।

সিদ্ধান্ত নেয়া হয়েছে দোকানটি যে অবস্থায় আছে হুবহু সেই অবস্থাতেই সেটি কাচের আচ্ছাদন দিয়ে ঘিরে সংরক্ষণ করা হবে।

নরেন্দ্র মোদীর কঠোর জীবনসংগ্রামের স্মারক হিসেবে এই চায়ের দোকানটি দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য এই সিদ্ধান্ত।

সংবাদটি শেয়ার করুন