ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুর উপনির্বাচনে আওয়ামী লীগের জয়

আওয়ামীলীগের প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা)ব্যাপক ভোটে বিজয়ী নজির বিহীন প্রশাসনীক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে যশোর-৬ কেশবপুর জাতীয় সংসদীয় আসনের উপ নির্বাচন ১৪ জুলাই এ আসনের ৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি,আনসার,ম্যাজিষ্ট্রেট ছিল স্মরনকালের সেরা নিরাপত্তা বিধানে।

নির্বাচনে বেসরকারী ফলাফলে জানা গেছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার নৌকা পেয়েছেন- ১লক্ষ ২৪হাজার ৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।একমাত্র প্রতিদ্বন্ধি জাতীয় পার্টি (এরশাদ)মনোনীত হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল) পেয়েছেন- ১হাজার ৬শ‘৬৮ ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ (ধানের শীষ)প্রতিকে ভোট পড়েছে- ভোট ২হাজার১২ ভোট।

যশোর-৬ কেশবপুর আসনে মোট ভোটার সংখ্যা-২লক্ষ ৩হাজার ১৮। এর মধ্যে মোট ভোট পড়েছে ১লক্ষ ২৯ হাজার ৬৭ভোট। বাতিল ভোটের সংখ্যা হয়েছে-১৩৭৪ভোট। যার হিসেবে শতকরা ভোট পড়েছে ৬৩.৫৭।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন