ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের বৌভাত বাতিল করে দরিদ্রদের হাতে কাপড় ও মাস্ক তুলে দিলেন নবদম্পতি

করোনার কারণে বিয়ের প্রীতিভোজ বাতিল। বেঁচে যাওয়া টাকায় দরিদ্রদের নতুন কাপড় কিনে দিয়েছেন নবদম্পতি। সেই সাথে দেন খাদ্য সামগ্রীও। সবুজ বাড়াতে দিয়েছেন চারাগাছ। সেই সঙ্গে করোনা থেকে বাঁচতে দিয়েছেন মাস্ক। এবং দিলেন সম্প্রীতির বার্তা। তাদের এই কাজে প্রশংসাও করছে সবাই। এমনই এক ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনার বাসিন্দারা।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনার রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা শেখ রাজু। গত শুক্রবার নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায় টুকটুকি বেগমের সাথে বিয়ে হয় তার। শনিবার বউভাতের অনুষ্ঠান ছিল। অনেক ধুমধাম করে সবাইকে নিমন্ত্রণ করে বিয়ের অনুষ্ঠান স্মরণীয় করে রাখার দীর্ঘদিনের স্বপ্ন ছিল দু’জনেরই। তবে তাতে বাধ সেধেছে করোনা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ের অনুষ্ঠানে পঞ্চাশ জনের বেশি লোক সমাগম করা যাবে না এমনটা আগেই জানিয়েছে রাজ্য সরকার। তাই সবাইকে নিমন্ত্রণ করে বৌভাতের অনুষ্ঠান করতে পারেনি রাজু। তাই অন্যভাবে সেই অনুষ্ঠান স্মরণীয় করে রাখার পরিকল্পনা করেছিল রাজু। পাড়া পড়শিদের ভোজের বদলে তিনি গরীব দুঃস্থদের একটি করে বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইসঙ্গে সবুজ বাড়াতে সবার হাতে তুলে দিয়েছিলেন একটি করে চারা গাছ। দিলেন কিছু খাদ্য সামগ্রীও। সেইসঙ্গে করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য মাস্ক তুলে দিয়েছিলেন প্রত্যেকের হাতে। আর তাঁর এই উদ্যোগে খুশি এলাকার সকল সম্প্রদায়ের মানুষ। ১২০ জনকে একটি করে বস্ত্র বিতরণ করেছেন শেখ রাজু।

রাজু জানান, লক ডাউন ও তার পরবর্তী সময়ে কাজ না থাকায় অনেকেরই উপার্জন নেই। অনেকেরই এখন পোশাক কেনার সামর্থ্য নেই। তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। সেইসঙ্গে পরিবেশ নির্মল করতে তুলে দেওয়া হল চারাগাছ। বাসিন্দারা যেন করোনা সংক্রমণ ঠেকাতে সচেতন থাকেন সেই বার্তা দিতেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।

নববধূ টুকটুকি বেগম বলেন, বৌভাতের অনুষ্ঠান বাদ দিয়ে কিছু বস্ত্র ও সবুজ উন্নয়নের জন্য গাছ বিতরণ করার কথা আমাকে জানানো হয়েছিল। তখনই সে কথায় রাজি হয়েছিলাম। আমরা যেন সুখী হতে পারি সেই আশীর্বাদ চেয়েছি। বাড়িতে আসা অতিথি শেখ শফিকুল বলেন, বিয়েবাড়ির খরচা বাঁচিয়ে এই বস্ত্র দান ও বৃক্ষ দান সত্যিই একটা মহৎ কাজ। আমরা সকলেই ওদের দুইজনকে আশীর্বাদ করছি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন