করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। ভর্তি রয়েছেন নানাবতী হাসপাতালে। সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি।
টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ”আমাদের কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে। আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে। এখন শুধু রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন। এখন সকলকেই পরীক্ষা করতে জানানো হয়েছে।”
এদিকে, শনিবার (১১ জুলাই) রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভরতি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে।
এছাড়া, করোনাভাইরাসের লকডাউনের এই গোটা সময় বাড়িতেই রয়েছেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিয়ো শ্যুটে কাজ করেছিলেন। তবে এমনিতে তাঁর শ্যুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। এখানে তাঁর সাথে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ইতোমধ্যে অমিতাভের কওন বনেগা ক্রোড়পতির অডিশনও শুরু হয়ে গিয়েছিল। তবে করোনা বিধি অনুযায়ী সরকারী নিয়মে তাঁকে শ্যুটিংয়ে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বেশ কয়েকবারই পর পর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। রুটিং চেকআপের পাশাপাশি মাঝে বেশ কয়েকদিন গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যায় ভুগছিলেন বিগ-বি।
আনন্দবাজার/শাহী