শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ৬৩ হাজার

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত চব্বিশ ঘণ্টায় ৬৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেইসাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) দেশটিতে ৬৩ হাজার ৬৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৩১ লাখ ৮০ হাজার। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। এবং এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৭৪ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জনে। আক্রান্তের মতো মৃত্যুর তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র।
এর আগে গত বৃহস্পতিবার করোনা শনাক্তে রেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে। ওইদিন দেশটিতে নতুন করে ৬৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছিল।
তবে ওয়ার্ল্ডো মিটারের হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি। তাদের মতে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৩২ লাখ ৯১ হাজার এবং মৃত্যু ১ লাখ ৩৬ হাজার।
আনন্দবাজার/টি এস পি
আরও পড়ুনঃ  পিছিয়ে গেল দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

সংবাদটি শেয়ার করুন