ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন জাপা নেতা খালেদ আখতার

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির (জাপা) নেতা মেজর (অব.) খালেদ আখতার। তিনি সাবেক রাষ্ট্রপতি এবং জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা।

আজ শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএ রাজ্জাক খান জানান মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

জানা গেছে, খালেদ আখতার এইচএম এরশাদের সম্পত্তি দেখভালে গঠিত ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। সম্পর্কে তিনি এরশাদের ভাতিজা ছিলেন।

এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। তবে পরে দলের কোষাধ্যক্ষ এবং সভাপতিমণ্ডলীর সদস্য হন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন