সম্প্রতি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান পাট কারখানাগুলো অনেক পুরনো। সেই পঞ্চাশ-ষাটের দশকে তৈরি। বর্তমানে এ শিল্পগুলো দিয়ে একেবারেই লাভ করা সম্ভব নয়। পাটের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাই আমরা চাচ্ছি এটাকে নতুনভাবে তৈরি করতে। গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পাটকলের শ্রমিকদের আমরা মোবাইলের মাধ্যমে বেতন পরিশোধ করেছি। ২৫ হাজার শ্রমিকের সাথে আরো আছে অনিয়মিত শ্রমিক। সরকারের পক্ষ থেকে তাদের বছরের পর বছর বেতন দিয়ে যেতে হবে। কিন্তু এভাবে একটি শিল্প কখনই চলতে পারে না।
তিনি বলেন, পাট আমাদের অর্থকরী ফসল এবং কৃষিপণ্য। পরিবেশগত কারণে সবাই সিনথেটিকস থেকে মুক্তি চায়, কিন্তু সেখানে পাট হচ্ছে বিকল্প। তাই বিশ্বব্যাপী এ খাতে আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাই আমাদের কারখানাগুলোকে সময়োপযোগী করে আধুনিকভাবে গড়ে তুলতে হবে। আমরা এ কারখানাগুলো নতুনভাবে করব। শ্রমিকদের মধ্যে যারা আগ্রহী, তাদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আধুনিক প্রযুক্তি অনুযায়ী তাদের গড়ে তুলবো। পাটকল চালু হলে তারা নতুনভাবে চাকরি পারে। পাট ও পাটজাত পণ্যের বিশ্ববাজার ধরতে এ পদক্ষেপ নিচ্ছি।
অনিয়ম-দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না বলে আবারো হুঁশিয়ারিদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা কুক্ষিগত রাখতে মানুষকে দুর্নীতি শিখিয়েছে, সমাজটাকে কলুষিত করেছে। তারা মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়ে গেছে। যতই চেষ্টা করেন এর পরিবর্তন করা খুব কঠিন। তবে আমরা ক্ষমতায় আসার পর সেগুলো মোকাবেলার চেষ্টা করছি। আমরা শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আনন্দবাজার/এইচ এস কে