ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বিপুল পরিমান নকল ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসীকে জরিমানা

গাজীপুরের শহীদ নেয়ামত সড়ক এলাকায় আজ বুধবার ৮ জুুলা নকল ও অবৈধ ঔষধ বিক্রির দায়ে ৫টি ফার্মেসিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

জানা যায়, অভিযানে ৫ টি ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল স্যানিটাইজার, নকল জীবানুনাশক, ডাক্তারকে দেয়া স্যাম্পল ঔষধ, অননুমোদিত বিদেশী ঔষধ ও সরকারী হাসপাতালের বিনামূল্যের ঔষধ পাওয়ায় ঔষধ আইন , ১৯৪০ অনুযায়ী জব্দ করা হয় এবং ৫ টি মামলায় ২৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এ অভিযানে গাজীপুরের ড্রাগ সুপার, এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এছাড়াও গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগন্জের সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার। এ সময় স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনা না মানায় ৭ টি মামলা পরিচালনা করা এবং ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সরকারের নির্দেশ মানতে সবাইকে সতর্ক করা হয়।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন