বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে থাকার বয়সসীমা বাড়াতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে বর্তমান গভর্নর ফজলে কবিরকে তার পদে আরও দুই বছর থাকার সুযোগ পাবে।
আজ বুধবার সংসদের বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০’ নামে এই বিলটি উত্থাপন করেন।
জানা যায়, বিদ্যমান আইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। তবে উত্থাপিত বিলে ৬৭ বছর করার প্রস্তাব রয়েছে। বর্তমান গভর্নর ফজলে কবিরের ৬৫ বছর পূর্ণ হয়েছে গত ৩ জুলাই। বিলটি পাস হলে তিনি আরও দুই বছর এই পদে থাকতে পারবেন।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, কোভিড-১৯ মহামারির এই সময়ে ফজলে কবিরকে আরও দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাখতে চায় সরকার। এ লক্ষ্যেই বিলটি তোলা হয়েছে।
এর আগে, রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করলে পরদিনই ফজলে কবিরকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় সরকার। তখন তিনি বিদেশে ছিলেন এবং ফিরে এসে দেশের ১১ তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন ২০ মার্চ। সে হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ১৯ মার্চ। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার।
আনন্দবাজার/রনি