ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হংকং ছাড়ছে টিকটক

চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন জারি করার পরপরই টিকটক ঘোষণা দেয়, হংকং-এ কার্যক্রম বন্ধ করার। টিকটকের মূল প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক স্টার্টআপ কোম্পানি বাইটড্যান্স ঠিক কবে হংকং ছাড়ছে সেই বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত আসেনি।

কার্যক্রম বন্ধ হলে হংকং-এ টিকটকের বর্তমান ব্যবহারকারীদের কি হবে সে ব্যাপারেও মুখ খোলেনি কর্তৃপক্ষ।

চীন ও তাদের মূল প্রতিষ্ঠান থেকে নিজেদের দূরে রাখার উদ্দেশ্যেই টিকটকের এমন সিদ্ধান্ত। টিকটকের একটি চাইনিজ সংস্করণ রয়েছে যা ডুইয়ান নামে পরিচিত। হংকং-এর ব্যবহারকারীরা ডুইয়ান ব্যবহার করতে পারবেন কিনা সেটাও জানায়নি বাইটড্যান্স।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার দেশে টিকটকসহ অন্যান্য চাইনিজ সামাজিক যোগাযোগ অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘোষণার পরপরই টিকটক তাদের পক্ষ থেকে মার্কিন সরকারকে আশ্বস্ত করার জন্য কিছু বক্তব্য প্রচার করে।

টিকটকের বর্তমান সিইও একজন মার্কিন নাগরিক, পাশাপাশি টিকটকে রয়েছে শতাধিক মার্কিন কর্মী। তারা দাবি করেন, টিকটক কখনই চীন সরকারের কাছে এর ব্যবহারকারীদের তথ্য প্রদান করেনি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন