মহামারী করোনাভাইরাসের তাণ্ডব শুরু হওয়ার পর ১১৬ দিন বন্ধ ছিল ব্যাট-বলের যুদ্ধ। অবশেষে অপেক্ষার প্রহর পেরিয়ে নতুন কিছু নিয়ম নিয়ে আজ মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। অনাকাঙ্ক্ষিত বিরতি পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে অনেক বিশ্লেষকই ক্রিকেটের পুনর্জন্ম বলে আখ্যা করেছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বুধবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। করোনাপরবর্তী যুগের এই প্রথম ক্রিকেট ম্যাচটি সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে দর্শকশূন্য মাঠে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে আইসোলেশনে ছিল ক্যারিবীয়রা। এমনকি অন্য দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেলে নিজেদের মধ্যেই প্রস্তুতি সেরেছে দলদুটি। ম্যাচ চলাকালীন প্রতিদিন সকালেই করা হবে করোনা পরীক্ষা। ক্রিকেটারদের মধ্যে কেউ আক্রান্ত হলে থাকছে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ।
যেসব নতুন নিয়মে আজ মাঠে ফিরছে ক্রিকেট:
১.করোনা টেস্ট ও করোনা সাবস্টিটিউট
২.দর্শকশূন্য স্টেডিয়াম
৩.নো টু সেভিয়া
৪.উদযাপনে সীমাবদ্ধতা
৫.নিরাপদে আম্পায়াররা
আনন্দবাজার/এম.কে