বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সব স্কুল আগামী বছর জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। দেশটিতে স্কুলের ফাইনাল পরীক্ষা সাধারণত অক্টোবর-নভেম্বরে নেওয়ার কথা থাকলেও চলতি বছরের সেসব পরীক্ষাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে আগামী বছর জানুয়ারিতে ক্লাস শুরু হবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে।
মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষ স্থাগিত থাকবে বলে জানান তিনি। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
কেনিয়ায় এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং এত ১৬৪ জন মারা গেছে। সম্প্রতি কয়েকদিনে নতুন সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। সোমবার (০৬ জুলাই) দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা করোনাভাইরাস বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও প্রধান দুটি শহর নাইরোবি ও মোম্বাসায় ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
আনন্দবাজার/এম.কে