ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সম্প্রতি ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে স্বাভাবিকভাবে আদালত চালু করার দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর আইনজীবী সমিতি।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গনে আয়োজিত এ মানববন্ধনে পিরোজপুরে কর্মরত আইনজীবী এবং আইনজীবী সহকারীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল হক খান পান্না, এডভোকেট শাহ আলম, এডভোকেট দিলীপ কুমার মাঝি, এডভোকেট একে আজাদ ও এডভোকেট মোস্তাফা কামাল প্রমুখ।

এ সময় বক্তারা জানান, দেশের সকল সরকারি এবং বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কিন্তু অনেকদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারণে এ পেশার সঙ্গে জড়িত আইনজীবী এবং আইনজীবী সহকারীরা বেকার হয়ে পড়েছেন এবং ব্যাপক অর্থনৈতিক সমস্যায় আছেন। এমনকি দুর্যোগকালীন এ সময় তারা সরকারের কোন প্রকার সহযোগীতাও পাচ্ছেন না। এছাড়া, আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, দেশে বেশিরভাগ আইনজীবী ভার্চুয়াল আদালত সম্পর্কে জানা শুনা কিংবা সচেতন নয়। এমনকি এতে সামান্য সংখ্যক আইনজীবী অংশ নেওয়ার সুযোগ পায় বলেও জানান তারা। তাই ভার্চুয়াল আদালতের সকল কার্যক্রম বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর জন্য প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন তারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন