ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েত ছাড়তে হবে ১৩ লাখ অভিবাসীকে

নভেম্বরে আসন্ন নির্বাচনের আগে আবাসন আইন সংস্কার করবে কুয়েত। আর আইন সংস্কারের ফলে দেশটি ছাড়তে হবে সেখানে বসবাসকারী ১৩ লাখ প্রবাসীকে। দৈনিক কুয়েত টাইমস এক সংবাদে এ তথ্য জানিয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ জানিয়েছেন, নতুন আবাসন আইনের মাধ্যমে কয়েক মাসের মধ্যে দেশে বাস করা প্রবাসীদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

দেশটির অ্যাসেম্বলি স্পিকার মারজৌক আল-ঘানেম জানিয়েছেন, কুয়েত শ্রমজীবী নয় বরং ‘দক্ষ’ অভিবাসীদের দিকে মনোনিবেশ করবে। ১৩ লাখ বিদেশি যারা হয় নিরক্ষর বা নিছক পড়তে ও লিখতে পারে তারা দেশের অগ্রাধিকার ছিল না।

আল-গানেম বলেন, আমরা চিকিৎসক ও দক্ষ জনশক্তি নিয়োগ করি এবং অদক্ষ শ্রমিকের নিয়োগ করি না। ভিসা ব্যবসায়ীরা এই সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছেন। সংস্কার করা খসড়া আইনটি প্রতি বছর বিভিন্ন সংস্থাগুলোর নিয়োগপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সংখ্যা সীমাবদ্ধ করবে এবং তাদের দক্ষতার ভিত্তিতে নিয়ম মেনে নিয়োগ দেবে। কুয়েত সংসদ নভেম্বরের নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই এই আইনটি তৈরি করবে।

এর আগে গতমাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংস থেকে কমিয়ে ৩০ শতাংস করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন