এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নিয়ে দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশ। রোববার (৬ জুলাই) অনলাইনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল) ২০২০ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারী হিসেবে বাংলাদেশের ‘ডিইউ নিমবাস’ দলের নাম ঘোষণা করেন।
এদিকে, আইবিসিওএল ২০২০ সিলভার মেডেল অর্জনকারী হিসেবে ‘ডিজিটাল ইনোভেশন’ দলের নাম ঘোষণা করেন সিটি ইউনিভার্সিটি, হংকং এর অধ্যাপক ইসাবেল ইয়ান। বাকী চারটি পুরস্কারের মধ্যে হংকংয়ের পিচেইন পায় আইবিসিওএল ২০২০ গোল্ড মেডেল ও আইবিসিওএল ২০২০ প্রাইভেসি-সেনিট্রক অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডের নিউরোট্রেস আইবিসিওএল ২০২০ ব্রোঞ্জ মেডেল এবং হংকংয়ের মাইক্রোসেন্ট আইবিসিওএল ২০২০ বেস্ট ফিনটেক অ্যাওয়ার্ড।
বাংলাদেশ ছাড়াও, হংকং এর সিটি ইউনিভার্সিটি, ও হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশগ্রহণ করেছে। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১২টি দল অংশ নেয়। সোমবার ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলনে ব্লকচেইন অলিম্পিয়াডের পুরস্কার অর্জনকারী দল দুটিকে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য অভিনন্দন জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহদে পলক।
আনন্দবাজার/শাহী