রমণীদের সম্পূর্ণ মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে চোখ। আর সেই চোখের সৌন্দর্য বাড়িয়ে তোলে কাজল। তবে কাজল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাজার থেকে কিনে আনা কাজল অনেক সময় চোখে জ্বলনের সৃষ্টি করে। আবার এটি চোখের জন্য ক্ষতিকরও। এছাড়া গাঢ় রঙও পাওয়া যায়না। তাই বাড়িতেই ঘরোয়া উপায়ে তৈরি করে ফেলুন কাজল। তো চলুন জেনে নেই কিভাবে বানাবেন কাজল :
উপকরণ
মাটির প্রদীপ, ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, একটি প্লেট, দুটি সমান আকারের বাটি।
যেভাবে বানাবেন
প্রথমে মাটির প্রদীপে ক্যাস্টর অয়েল দিয়ে জ্বালিয়ে নিন। এবার একটি প্লেটে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। তারপর প্রদীপের শিখা বরাবর অ্যালোভেরা মাখানো প্লেটটি ধরুন। এই পদ্ধতিতে কাজল বানাতে ৭ থেকে ৮ ঘণ্টা লাগতে পারে। তাই দুটি বাটির সাহায্যে স্ট্যান্ড তৈরি করে নিন। অ্যালোভেরা জেল পুড়ে যে কালো কালি তৈরি হবে তা থেকেই পেয়ে যাবেন গাঢ় কালো কাজল। একটি ছুরির সাহায্যে ভুসা-কালি একটি পরিষ্কার পাত্র নিয়ে সংরক্ষণ করুন।
আনন্দবাজার/টি এস পি