ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবেনা

 আগামীকাল রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। বনানী, মহাখালী ও তার আশপাশের এলাকায় দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। সম্প্রত এই তথ্য দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

জানা গেছে, আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মাঝে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন এবং অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টারমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর এবং গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও জানা গেছে,  শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন