প্রতিবছর বিশ্বের নানা দেশে রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের সব বিখ্যাত আম। কিন্তু এবারই প্রথমবারের মতো পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলার আম দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে বিদেশে। চলতি বছর ফলন ভালো হওয়ায় মিটছে স্থানীয় চাহিদাও।
জানা গেছে, জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকার বাসিন্দা মানিক খান। গত বছর বেশ কয়েকজন মিলে একটি বড় আম বাগান লিজ নেন চাষ করার জন্য। বাগানে চাষ করা হয় হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, আশ্বিনী, রুপালি এবং আম্রপালিসহ কয়েক ধরণের আম। ফলন ভালো হওয়ায় এ বাগানের আম শুধু স্থানীয় চাহিদাই মেটাচ্ছে না, পাঠানো হচ্ছে দেশের বাইরেও।
নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যোগে “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে” উপজেলার সেরা বাগানের ফল নির্বাচন করে চলতি বছর এই আম রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ইতালি, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি হয়েছে পাহাড়ের সুস্বাদু আম।
এই ব্যাপারে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, আমরা আম উৎপাদন করার জন্য প্রযুক্তিগুলো আমাদের কৃষকদের মধ্যে বিতরণ করি। তাদের হাতে-কলমে প্রশিক্ষিত করি। এর ফলশ্রুতিতে প্রথম বছরেই আম বাইরে যাচ্ছে।”
এবার রাঙামাটিতে ৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৫৫০ মেট্রিক টন।
আনন্দবাজার/এইচ এস কে