ইরানের একটি গুরুত্বপূর্ণ নাতানজ পারমাণবিক কেন্দ্রে আগুন লেগেছে। আর এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানান দেশটির পারমাণবিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
তিনি বলেন, নাতানজে পারমাণবিক কেন্দ্রের আগুনের কারণ জানা যায়নি। তবে আগুনে যেসব যন্ত্রপাতি পুড়ে গেছে সেগুলোর জায়গায় আরও উন্নত যন্ত্রপাতি সংযোজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, এ ঘটনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তাজনিত কারণের জন্য কর্মকর্তারা এ বিষয় নিয়ে কথা বলছেন না।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে, তারা বিশ্বাস করেন যে এটি সাইবার হামলার ঘটনা। তবে তারা এর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দক্ষিণে নাতানজ। আর এটি ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট। ২০১৫ সালের পরমাণু চুক্তিতে দেখা গেছে ইরান সম্মত হয়েছিলো যে কম মাত্রার ইউরেনিয়াম উৎপাদন করবে যা পরমাণুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল উৎপাদন করবে।
আনন্দবাজার/এম.কে
